বড়দিনে ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন নক-টেন। দেশটির পূর্ব উপকূলে এগিয়ে আসছে টাইফুনটি। মার্কিন যৌথ টাইফুন সতর্কতা সেন্টার বলছে, নক-টেন টাইফুনে বাতাসের গতিবেগ ঘন্টায় ২শ’ ৪০ কিলোমিটার।
বিজ্ঞাপন
টাইফুনটি দেশটির বিকোল এলাকায় আঘাত হানতে পারে। এদিকে টাইফুন আঘাত হানতে পারে এমন খবরে এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে বেশ কয়েকটি বন্দর।
কর্মকর্তারা সতর্ক করে বলছেন, সমুদ্রে পানির ঢেউ দু’মিটার পর্যন্ত হতে পারে। প্রাণহানির আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে হাজারো মানুষকে। এর আগে ২০১৩ সালে টাইফুন হাইয়ানের আঘাতে ফিলিপাইনে মারা যায় সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ।
এফএস/এস